হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে এবার রান আর রান

ক্রীড়া ডেস্ক

সানরাইজার্স হায়দরাবাদকে কেউ কেউ এখন ‘রানরাইজার্স’ বলেও ডাকেন। কারণটা সবারই জানা। চলতি আইপিএলেই ১৯ দিনের ব্যবধানে রেকর্ড দুটি দলীয় স্কোর গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২৭ মার্চ বেঙ্গালুরুর বিপক্ষে ২৭৭ রানের রেকর্ড গড়ার পর ১৫ এপ্রিল সেই রেকর্ড ভেঙে দলটি গড়ে নতুন ২৮৭ রানের রেকর্ড। রানরেট—১৪.৩৫!

শুধু সানরাইজার্সই নয়, এবার তুলনামূলকভাবে অন্যান্য দলকে বেশি বেশি বড় রানের স্কোর গড়ছে। আইপিএলের এ পর্যন্ত সেরা পাঁচটি দলীয় স্কোরের তালিকার চারটিই হয়েছে চলতি আইপিএলে। সব মিলিয়ে এবারেরটি যেন রান উৎসবের আইপিএল!

এবারের আগে হয়েছে ১৬টি আইপিএল। কিন্তু আগের কোনো আসরেই গড় রানরেট ৯+ হতে পারেনি। এবারই প্রথম ৯ ছাড়িয়ে গতকাল পর্যন্ত ৩৪টি ম্যাচ শেষে ইনিংসের গড় রানরেট দাঁড়িয়েছে ৯.৪২।

এটা কত বেশি, সেটি বোঝাতে আগের আসরগুলোর মধ্যে সেরা আসরের রানরেটের হিসেব টানলেই হয়। এর আগে বেশি ৮.৮১ রানরেট ছিল ২০২৩ আইপিএলে। এবারের ৩৪ ম্যাচের হিসেবে সেই রানরেটের চেয়ে এবারের রানরেটের বৃদ্ধি ৭ শতাংশ।

আর চার-ছয়ের ফুলঝুরির হিসেবেও আগের সব আইপিএলকে ছাড়িয়ে যাওয়ার পথে এবারেরটি। এরই মধ্যে চলতি আইপিএল দেখে ফেলেছে ৫০০টি ছক্কা। কম বলে বেশি ছক্কার হিসেবে আগের সেরা আইপিএল ছিল ২০১৮। সেবার প্রতি ১৫.২৪ বলে এসেছে একটি ছক্কা। কিন্তু এবার প্রতি ১৩.৭৬ বলেই আসছে ছক্কা। চার মারার ক্ষেত্রেও কমে এসেছে বলের ব্যাপ্তি। ২০২২ আইপিএলে সবচেয়ে কম গড়ে ৫.৩৩ বলে এসেছে একটি চার। কিন্তু এবার ৪.৯৫ বলেই আসছে একটি করে চার।

চার-ছয়ের ফুলঝুরি ছোটায় হৃষ্টপুষ্ট স্কোরও বেশি বেশি পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের ৩৪ ম্যাচেই ২৭০ পেরোনো ৩টি স্কোর দেখেছে আইপিএল। অথচ এই মৌসুমের আগে আইপিএরের ১০২৫টি ম্যাচের সেরা স্কোর ছিল ২০১৩ সালে বেঙ্গালুরু চ্যালেঞ্জার্সের করা ২৬৩ রান। এবারের আগে আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ২২০ ‍+ স্কোর ছিল ৩টি (২০২০,২০২১ ও ২০২৩), কিন্তু এবার ৩৪ ম্যাচেই ৮টি ২০০ ‍+ স্কোর দেখেছে আইপিএল। আর ২৪০ ‍+ স্কোর হয়েছে ৫ টি। আগের কোনো আসরে যা দুটিও হয়নি। 

কি পাওয়ার প্লে, কী ডেথ ওভার—ইনিংসের সবখানেই এবার ব্যাটাররা রান তুলছেন বেশি বেশি। ক্রিকইনফোর এক পরিসংখ্যান দেখাচ্ছে, এবার পাওয়ার প্লে, মিডল এবং ডেথ ওভারে রান তোলার গড় ৯.১০, ৮.৮৩ ও ১১.৭২। যা আগের বছরে ছিল ৮.৫৮, ৮.৫১ ও ১১.৩৮। পাওয়ার প্লেতে এবার ৬০ ‍+ এবং ৭২ ‍+ রান নেওয়ার ঘটনা ঘটেছে ২০ ও ১০ বার। যা ২০২৩ সালে ছিল ১৬ ও ৬ বার। 

ব্যাটারদের দাপট দেখাতে এই তথ্যটাও তুলে দেওয়া যায়। এক ওভারে ২০ কিংবা তারচেয়ে বেশি রান দেওয়ার সবচেয়ে বেশি ৩৯টি ঘটনা ছিল ২০২২ আইপিএলে। এবার ৩৪ ম্যাচেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৫৪-তে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন