হোম > খেলা > ক্রিকেট

তাসকিন-ইবাদতদের হতাশায় ল্যাথামের রানের উৎসব

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুই সেশনে হতাশা ছাড়া কিছুই নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশের হতাশা মানে নিউজিল্যান্ডের জন্য ভালো কিছু। মাউন্ট মঙ্গানুইয়ের বিপর্যয় কাটিয়ে হ্যাগলি ওভালে এখন পর্যন্ত মাত্র ১ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে কিউইরা। 

দলকে সামনে থেকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক টম ল্যাথাম। আক্রমণাত্মক এক ইনিংসে ইবাদত হোসেন-তাসকিন আহমেদদের ওপর চাপ তৈরি করে অপরাজিত আছেন ১৫১ রানে। তবে ল্যাথাম আউট হয়ে যেতে পারতেন প্রথম সেশনেই। ইবাদতের ব্যক্তিগত প্রথম ওভারে দুবার এলবিডব্লিউর পর রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার। 

প্রথম এলবিডব্লিউর সময় ল্যাথাম তখন ১৬ রানে। দুই বল পরে আবার যখন রিভিউ নিয়ে বেঁচে যান, তখন ১৮ রান। এরপর তাসকিন-শরীফুলদের ওপর রীতিমতো চড়াও হন কিউই অধিনায়ক। প্রথম ফিফটি তুলে নেন ৬৫ বলে। পরের ফিফটি পূর্ণ করতে খেলেন ৬৮ বল। মেহেদী হাসান মিরাজের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম।

ল্যাথামের সেঞ্চুরির আগে অবশ্য প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুলের বলে মোহাম্মদ নাঈমকে ক্যাচ দিয়ে ৫৪ রানে আউট হন আরেক ওপেনার উইল ইয়ং। তবে এর আগে ল্যাথামের সঙ্গে ওপেনিং জুটিতে একটা রেকর্ড গড়ে যান ইয়ং। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে কোনো ওপেনিং জুটি সেঞ্চুরি ছাড়ায়। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ব্রেন্ডন ম্যাককালাম আর মার্টিন গাপটিলের ব্যাটিংয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে। 

তবে ক্রাইস্টচার্চে ওপেনিং জুটির সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। টস জিতে ফিল্ডিং নেওয়া, যে ক্রাইস্টচার্চের উইকেট নিয়ে এত জল্পনা—সব পক্ষে থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশ বোলাররা। কাজে লাগাতে না পারার খেসারত তো ওপরের দুটি তথ্য থেকেই পরিষ্কার। লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি তাসকিন-শরীফুল কিংবা আগের টেস্টের নায়ক ইবাদত। এর মূল্য কতটা চুকাতে হবে তা সময়ই বলে দেবে। 

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল