Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

কোহলির রেকর্ড ভাঙলেন গিল, স্যামসনের শাস্তি

ক্রীড়া ডেস্ক

কোহলির রেকর্ড ভাঙলেন গিল, স্যামসনের শাস্তি

জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান। 

গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। 

এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন। 

আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস। 

গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।

বাবরের বাবাকে এবার একহাত নিলেন পাকিস্তানি ক্রিকেটার

‘ভারত খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, পাকিস্তানের লক্ষ্য শুধুই টাকা’

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরির দিনে সৌম্যর ডাক, সাইফ-আফিফের আক্ষেপ

অবসরের দুই দিন পরই আইসিসির সেরাদের তালিকায় স্মিথ

দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কি তাহলে স্টোকসই

নারী আইপিএলেও শাস্তি পেলেন সেই ভারতীয় ক্রিকেটার

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরিতে ধানমন্ডির রানের পাহাড়

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

সুবিধা পাওয়া ভারতের ০, নিউজিল্যান্ডের ৭০৪৮

এ রেকর্ডগুলো শুধুই মুশফিকের