হোম > খেলা > ক্রিকেট

বাবা হলেন শামীম পাটোয়ারি

ক্রীড়া ডেস্ক    

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯: ২০
শামীম হোসেন। ছবি: ফেসবুক

ব্যাট হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। জাতীয় দলের পাশাপাশি এখন বিপিএলেও চিটাগং কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তাঁর দল রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। টুর্নামেন্টের মাঝপথে আরেকটি দারুণ সুখবর পেয়েছেন তিনি। প্রথমবারের মতো বাবা হয়েছেন এ বাঁহাতি ব্যাটার।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শামীম নিজেই পুত্র সন্তানের বাবা হয়েছেন বলে জানিয়েছেন। ২৪ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, একটি পুত্রসন্তান পেয়ে আমরা আনন্দিত। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) তাকে সঠিক পথ দেখান, রক্ষা করুন এবং তাকে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তার জীবনের এই যাত্রায় তাকে আপনার দোয়ায় রাখুন।’ ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর সহপাঠী ইয়োসরা নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শামীম।

এবারের বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এক ফিফটিতে ১১১ রান করেছেন শামীম। তাঁর দল চিটাগং হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। সিলেট পর্ব শেষে আগামী পরশু শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। নিজেদের মাঠে চিটাগং পরশু মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে।

জাতীয় দলের হয়ে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ছন্দে ছিলেন শামীম। টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দুটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন শামীম।

পারিশ্রমিক জটিলতায় কি রাজশাহীর অনুশীলন বাতিল

বড় একটা ইনিংস সামনে দেখতে পাবেন

সবার চেয়ে রংপুর যেভাবে আলাদা

আম্পায়ারিং নিয়ে খুলনার অভিযোগ

সেকশন