নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কদিন আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের এই মহাতারকার বিদায়ে ভক্ত-সমর্থকদের মন খারাপ হলেও, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বেশ খুশিই হয়েছেন। তামিমের এই খুশি অবশ্য ক্রিকেটীয় কারণে। এখন থেকে যে তাঁকে মালিঙ্গার ভয়ঙ্কর ইনসুইংগিং ইয়র্কারগুলো আর খেলতে হবে না।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় আজ বিভিন্ন বিষয়ে কথা বলেন তামিম। সেখানে মালিঙ্গার বিদায় নিয়েও কথা বলেছেন তিনি। এ সময় মালিঙ্গাকে ‘চ্যাম্পিয়ন’ বোলার বলেও উল্লেখ করেছেন তামিম। তিনি বলেছেন, ‘সারা বিশ্বের মানুষ মালিঙ্গার অবসরে দুঃখ পেলেও আমি কিন্তু তাদের দলে নই। তার অবসরে আমি কিন্তু খুশি হয়েছি।’
খুশির কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, ‘তার ইয়র্কার বল খেলা কিন্তু মজার কোনো বিষয় না। সে চ্যাম্পিয়ন বোলার আমরা সবাই সেটা জানি। সে দারুণ বোলার। তার বিপক্ষে খেলাটা আমার জন্য কঠিন ছিল।’
মালিঙ্গাকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেছেন, ‘সে আসলেই চ্যাম্পিয়ন বোলার। আমি খুশি যে তার বিপক্ষে আর খেলতে হবে না। তার ইনসুইংগিং ইয়র্কার বলগুলো আর খেলতে হবে না। আমাকে দুবার আউট করেছে সে। আমি তার পরবর্তী জীবনের সাফল্য কামনা করছি।’