দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন বাংলাদেশের পেসার তারকা তাসকিন আহমেদ। তাঁর স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমার কোল আলো করে পৃথিবীতে এসেছে কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই আনন্দের খবর সবাইকে জানিয়েছেন তাসকিন। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
২০১৮ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন তাসকিন। তাশফিন আহমেদ রিহানের বয়স এখন চার।
কন্যাকে সময় দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সেরা খেলোয়াড় তাসকিন। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হবে না তাঁর।