Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রানরেটের সমীকরণ মেলানোর আগে জিততে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

রানরেটের সমীকরণ মেলানোর আগে জিততে চায় বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে মাহফুজুর রহমান রাব্বিদের। সুপার সিক্সের ম্যাচটিতে শুধু জিতলেই হবে না, পেতে হবে বড় ব্যবধানের জয়। 

কত বড় ব্যবধানে? এ নিয়ে নিজেদের ওয়েবসাইটে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ শেষ চারে উঠবে যদি তারা পাকিস্তানকে হারিয়ে রানরেটে তাদের ছাড়িয়ে যেতে পারে। পাকিস্তানের কাছে পরাজয় কিংবা কম ব্যবধানে জিতলে সেমিফাইনালের নাগাল পাবে না বাংলাদেশ।’ 

সুপার সিক্সের গ্রুপ ১-এর ৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা বাংলাদেশের রানরেট ০.৩৪৮। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের রানরেট ৩.৩২৭। আজ নেপালের বিপক্ষে জিতলে সেই পয়েন্ট ও রানরেট আরও বাড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত হয়ে গেছে তাদের। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান। ৬ পয়েন্ট পাওয়া পাকিস্তানের রানরেট বাংলাদেশের চেয়ে বেশি—১.০৬৪। তাই শেষ চারে জায়গা করে নিতে ২০২০ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জিততে হবে বড় ব্যবধানে। 

সমীকরণটা এমন—আগে ব্যাট করে বাংলাদেশ যদি ২৫০ রানের বেশি তোলে, পাকিস্তানকে অলআউট করতে হবে কমপক্ষে ৫১ রানের ব্যবধানে। আর বাংলাদেশ পরে ব্যাট করলে, পাকিস্তান যতই রান করুক না কেন সেই রান ব্যবধান ভেদে টপকাতে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। বাংলাদেশের যুবাদের জন্য যা কঠিনই। 

তবে এই সমীকরণ মাথায় রেখেই খেলতে হবে জানালেন মাহফুজুর রহমান রাব্বি। তবে তার আগে দলের চোখ জয়ের দিকে, আজ অনুশীলনের ফাঁকে এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই আমাদের একটা রানরেটের ব্যাপার আছে। ওটা মাথায় রেখে আমাদের খেলতে হবে। প্রথমত আমাদের ম্যাচটা জিততে হবে। জিততে না পারলে রানরেট নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। ম্যাচে স্বাভাবিক পদ্ধতি ধরেই এগিয়ে যাবো। পরবর্তীতে আমাদের ম্যানেজমেন্ট যা বলবে সেটা করতে আমরা প্রস্তুত থাকব।’

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে