Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে আজ সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে স্বাগতিকদের ১০৭ রানের লক্ষ্য দিল দিশা বিশ্বাসের দল। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক দিশা। উদ্বোধনী জুটিতে আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা যোগ করেন ২৬ রান। ১২ রান করা মিষ্টিকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন জেম্মা বোথা। এরপর দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও প্রত্যাশা ২৫ রানের জুটি গড়েন। দশম ওভারের শেষ বলে দিলারাকে ফেরান কায়লা রেয়নেকে। ২০ বলে ১৭ রান করেন দিলারা। ৩৩ বলে ২১ রান করা প্রত্যাশার উইকেটও তুলে নেন রেয়নেকে। 
 
দিলারা, প্রত্যাশা-এই দুই ব্যাটার দ্রুত বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান। এরপর চতুর্থ উইকেটে সুমাইয়া আক্তার ও স্বর্ণা আক্তার করেন ৩১ রানের জুটি। ১৮ বলে ২০ রান করেন স্বর্ণা। ১৭ তম ওভারের চতুর্থ বলে স্বর্ণাকে ফেরান রেয়নেকে। ওই ওভারের শেষ বলে মারুফা আক্তারকেও তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই অফস্পিনার। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ৬ উইকেটে ১০৬ রান। স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন রেয়নেকে। 

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকাররাও

অতিরিক্ত ডট বলই ডুবিয়েছে বাংলাদেশকে, শান্তর দায় স্বীকার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

পাকিস্তানকে সঙ্গে নিয়ে ছিটকে পড়ল বাংলাদেশ