ক্রীড়া ডেস্ক
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুই ভাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই চিরপরিচিত দৃশ্য। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটু ভিন্ন ভূমিকায় মুখোমুখি হচ্ছেন কামরান আকমল ও উমর আকমল। যেখানে বড়ভাই কামরান হচ্ছেন কোচ ও ছোটভাই উমর থাকছেন খেলোয়াড় হিসেবে।
পিএসএলের অষ্টম মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারী। তার আগে কোয়েটায় ৫ ফেব্রুয়ারী প্রদর্শনী ম্যাচ খেলবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এই ম্যাচে পেশোয়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কামরান। আর কোয়েটার হয়ে খেলবেন উমর। তাছাড়া এই ম্যাচে পেশোয়ারের টিম মেন্টর হিসেবে কাজ করবেন ইনজামাম-উল-হক। আর এবারের মৌসুমে পেশোয়ার জালমিকে নেতৃত্বে দেবেন বাবর আজম।
২০১৬ থেকে ২০২২ পর্যন্ত পিএসএল খেলেছেন কামরান। সব মৌসুমেই তিনি খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। ৭৫ ম্যাচে ২৭.৩৮ গড় ও ১৩৬.৯৪ গড়ে করেছেন ১৯৭২ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ ফিফটি। পিএসএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হচ্ছেন কামরান। আর উমর ৩৭ ম্যাচে ৩১.১৩ গড় ও ১৪১.০৮ গড়ে করেছেন ৯৩৪ রান। উমর খেলেছেন লাহোর কালান্দার্স ও কোয়েটার হয়ে।
প্রদর্শনী ম্যাচের দল:
কোয়েটা গ্লাডিয়েটরস: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, বিসমিল্লাহ খান, উমর আকমল, সৌদ শাকিল, আহসান আলি, উমাইদ আসিফ, উমাইর বিন ইউসুফ, আইমাল খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, খুশদিল শাহ
পেশোয়ার জালমি: বাবর আজম (অধিনায়ক), হাসিবউল্লাহ খান, শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সুফিয়ান মুকিম, দানিশ আজিজ, মোহাম্মদ আজিজ (উইকেটরক্ষক), সালমান ইরশাদ, সাইম আইয়ুব, উসমান কাদির, আজম খান, হায়দার আলি, আমির জামাল, উসামা মীর