নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের খেলা শেষ হয়েছে। প্রায় মাসব্যাপী এই লড়াই শেষে এবার ডিপিএলের সুপার লিগ পর্ব মাঠে গড়াবে। আগামী ১৮ এপ্রিল শুরু হবে সুপার লিগ পর্ব। এই রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি অংশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বৈঠক শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।
সালাউদ্দিন বলেছেন, ‘ব্রডকাস্ট নিয়ে আমাদের এখন যে চিন্তাভাবনা , সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা মৌলিক সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরে খেলাগুলো টিভিতে দেখানো হবে। আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।’
গাজী টিভি আর টি স্পোর্টস যৌথভাবে মিরপুরের ম্যাচগুলো দেখাবে বলে জানালেন সালাউদ্দিন, ‘প্রোডাকশন হচ্ছে একটি যৌথ প্রোডাকশন। গাজী গ্রুপ ও টি স্পোর্টস- এই দুইটি চ্যানেল খেলাগুলো দেখাবে।’