হোম > খেলা > ক্রিকেট

ধনাঞ্জয়াকে হ্যাটট্রিক সেঞ্চুরি করতে দিল না বাংলাদেশ, ৫০০-এর কাছাকাছি লঙ্কানরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম লেখালেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তিন অঙ্কের কাছাকাছি পৌঁছে যান। তবে লঙ্কান অধিনায়কের ‘স্বপ্ন’ পূরণ হতে দেয়নি বাংলাদেশ। ধনাঞ্জয়া সেঞ্চুরি না পেলেও এরই মধ্যে ৫০০ রানের কাছাকাছি পৌঁছে গেছে সফরকারীরা। 

৪ উইকেটে ৩১৪ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের ১৬তম ওভারে বাংলাদেশকে উইকেট পাইয়ে দেন সাকিব আল হাসান। লঙ্কানদের ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলে ফিফটি পেরোনো দিনেশ চান্দিমালকে ফেরান সাকিব। লঙ্কানদের স্কোর হয়ে যায় ১০৫.২ ওভারে ৫ উইকেটে ৩৭৫ রান। সেখান থেকে ৫ উইকেটে ৪১১ রানে লঙ্কানরা প্রথম সেশনের খেলা শেষ করে। ১১৮ ওভার শেষে সফরকারীরা যখন লাঞ্চ বিরতিতে যায়, ধনাঞ্জয়ার স্কোর তখন  ১০৮ বলে ৭০ রান। দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় লঙ্কানরা। ১১৯তম ওভারের দ্বিতীয় বলে ধনাঞ্জয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে ধনাঞ্জয়া। ১১১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭০ রান করেন লঙ্কান অধিনায়ক।

ধনাঞ্জয়ার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১১৮.৩ ওভারে ৬ উইকেটে ৪১১ রান। উইকেট সংখ্যা দ্রুত ৭ হতে পারত। তবে সেটা সম্ভব হয়নি বাংলাদেশের ফিল্ডারদের অবিশ্বাস্য এক ভুলে। ১২১তম ওভারের শেষ বলে খালেদকে ড্রাইভ করতে যান সদ্য উইকেটে আসা প্রবাথ জয়সুরিয়া। প্রথম স্লিপে শান্ত প্রথমে ক্যাচ মিস করেন। শান্ত ক্যাচ মিস করলেও দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দীপুর ক্যাচ ধরার সুযোগ ছিল। দীপুর মিসের পর তৃতীয় স্লিপে থাকা জাকির হোসেন বলের আর নাগাল পাননি। লঙ্কানদের স্কোর তখন ১২১ ওভারে ৬ উইকেটে ৪১৯ রান।

বেঁচে যাওয়ার পর আরও বেশি সতর্ক হয়ে যায় সফরকারীরা। সপ্তম উইকেটে ১৪০ বলে ৬৫ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও জয়াসুরিয়া। ১৪২তম ওভারের পঞ্চম বলে জয়াসুরিয়াকে লেগবিফোরের ফাঁদে ফেলে জুটি ভাঙেন সাকিব। রিভিউ নিয়েও জয়াসুরিয়া বাঁচতে পারেননি। তাতে লঙ্কানদের স্কোর হয়ে যায় ১৪১.৫ ওভারে ৭ উইকেটে ৪৭৬ রান। জয়াসুরিয়ার বিদায়ের পর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন বিশ্ব ফার্নান্দো। ১৪৪ ওভারে ৭ উইকেটে ৪৭৬ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ৫৪ রানে ও বিশ্ব ফার্নান্দো এখনোরানের খাতা খুলতে পারেননি।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৭৩০ রান। মিরপুরে ২০১৪ সালে সেবার লঙ্কানরা ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশ দুই ইনিংস মিলে করেছে ৪৮২ রান। ১০ বছর আগের সেই টেস্ট ইনিংস ও ২৪৮ রানে জিতেছিল লঙ্কানরা।

 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন