হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে ২০০ থেকে ১৫০০ টাকায় 

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রাম পর্বেরই টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ৫০০ ও ১০০০ টাকায় ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের গ্যালারিতে বসে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ ১৫০০ টাকা টিকিটের দাম দুই গ্যালারির। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা দেখা যাবে ১৫০০ টাকায়। 

বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম—টিকিটের কাউন্টার এই দুটি। টিকিট বিক্রি শুরু হবে পরশু হবে। ম্যাচের দিন ও আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহের বুথ রয়েছে এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বুথ থেকে টিকিট নেওয়া যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে। 

৩,৫ ও ৭ মে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।   

আরও পড়ুন:

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ