হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাইয়ের পর দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না রোহিতের

ক্রীড়া ডেস্ক   

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব ও ব্যাটিং—দুই বিভাগেই যেন অচেনা ছিলেন রোহিত শর্মা। দলও হয়েছে ধবলধোলাই। রোহিতের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সপ্তাহ দুয়েকের বিরতি শেষে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে।

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। তবে অস্ট্রেলিয়া ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে প্রথম না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না।

স্পষ্টই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না রোহিতের। সংবাদমাধ্যমকে খবর, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। তাই পার্থে প্রথম টেস্টে থাকতে পারবেন না। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পরও রোহিতও বলেছেন, ‘এখনো পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’

অস্ট্রেলিয়া-ভারতের পার্থ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিত খেলতে না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। শেষ পাঁচ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি। এর মধ্যে ৬ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

ওয়াংখেড়েতে আজ হারের দায় তুলে নিলেন রোহিত নিজের কাঁধে, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন