হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে এই সিরিজ জয় অস্ট্রেলিয়ার কাছে অবাস্তব

ক্রীড়া ডেস্ক    

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বোর্ডার গাভাস্কার ট্রফি হাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো

১০ বছর পর সিরিজ জয় বলে কথা। ২০১৪-১৫ মৌসুমের পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৈরি হয় অন্য রকম আবহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ঘোর যেন কাটছেই না।

ওয়াশিংটন সুন্দরকে চার মেরে আজ তিন দিনেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের জয় এনে দেন টিম বিউস্টার। অজিদের এই জয়ের পর গ্লেন ম্যাকগ্রা সপরিবারে মাঠে গিয়েছেন। কামিন্স, নাথান লায়ন, স্যাম কনস্টাসরা সবাই তখন ম্যাকগ্রার সঙ্গে করমর্দন করতে ব্যস্ত। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডারের থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়েছেন কামিন্স। তারপরই সতীর্থদের উদযাপন শুরু করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, ‘অবাস্তব মনে হচ্ছে। আমাদের কয়েক জনের তো এই ট্রফি ছিল না। ছেলেরা এই ট্রফির দিকে পাখির চোখ করেছিল এবং এটা প্রাণবন্ত করেছে।’

তৃতীয় দিনে আজ খেলতে নেমে মাত্র ১৬ রান যোগ করতে পারে ভারত। ১৬২ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে ২৭ ওভারে। ব্যাটিংয়ে বিপদে পড়লেও সেটা খুব বেশি হয়ে ওঠেনি। ওয়েবস্টার ও ট্রাভিস হেড অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। কামিন্স বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল স্পষ্ট। আজ সকালে লক্ষ্যটা যত কমিয়ে আনতে চেয়েছি। উইকেট যে ট্রিকি হচ্ছে, সেটা জানা ছিল আমাদের। ব্যাটাররা দারুণ খেলেছে। শেষ পর্যন্ত এটা কাজে দিয়েছে। খুবই গর্বিত আমি।’

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডারের থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়েছেন কামিন্স। ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এবার অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্ট দর্শকসংখ্যা ভেঙে দিয়েছে ৮৭ বছরের পুরোনো রেকর্ড। বোঝাই যাচ্ছে ভক্ত-সমর্থকেরা কতটা উপভোগ করেছেন এই সিরিজ। ২০২৪-২৫ বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের পর কামিন্স বলেন,‘এটা আমার কাছে অন্যতম প্রিয় সিরিজ হয়ে থাকবে। ভক্তরা এই সিরিজের প্রাণ ছিলেন। এমসিজি দারুণ ছিল এবং সিডনিতে তিন দিন টিকিট বিক্রি হয়েছে। ক্যালেন্ডারের বিশেষ দিন এটা। এমন কিছুর স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি। আমরা বড় উদযাপন করব।’

পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। সেখানে বোলিংটা অজিরা তুলনামূলক ভালো করলেও ব্যাটিংটা আশানুরূপ হয়নি। অ্যাডিলেডে এরপর দ্বিতীয় টেস্ট থেকেই অজিদের ঘুরে দাঁড়ানো শুরু। পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে। কামিন্স বলেন,‘দেখে যতটা খারাপ মনে হচ্ছে, পার্থ ততটা খারাপ ছিল না। আমরা অনেক মজা করেছি। একটা দল হিসেবে অনেকটা সময় কাটিয়েছে। এভাবে কিছু জয় যে আসে, তা সত্যিই অসাধারণ।’

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

তামিমের প্রতি সম্মান দেখালেন সাব্বির

সেকশন