হোম > খেলা > ক্রিকেট

সিলেটে ‘অশান্ত’ শান্ত, খেসারত দিল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও অশান্ত হয়ে উঠলেন শান্ত। আর হেরে এর খেসারত দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের নবম ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। নাজমুল হোসেন শান্তর ফিফটিতে চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখে তাড়া করেছে সিলেট। 

 ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে পয়েন্ট টেবিল আবারও শীর্ষস্থান দখল করলেন মাশরাফি বিন মুর্তজারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মেহেদী মারুফ ও শুভাগত হোমের জোড়া ফিফটিতে ১৭৪ রান করে চট্টগ্রাম। মারুফ এই বিপিএলে নিজের তৃতীয় ম্যাচে করেছেন প্রথম ফিফটি। ৪০ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা। 

শুভাগত হোম করেছেন দ্বিতীয় ফিফটি। ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ছিলেন অপরাজিত। মেরেছেন ৩টি করে চার ও ছক্কা। এ ছাড়া ৩৪ রান এসেছে আফিফ হোসেনের ব্যাট থেকে। এতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চট্টগ্রাম। 

সিলেটের হয়ে ইমাদ ওয়াসিম ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নেন মাশরাফি ও মোহাম্মদ আমির। 

 ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শান্ত ও তৌহিদ হৃদয় ওপেনিং জুটিতে জয়ের ভিড় গড়ে দেন সিলেটকে। দুজনে জুটিতে করেছেন ৬৩ রান। ১৫ রান করে হৃদয় ফিরলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে শান্ত-মুশফিক দলকে টেনে নিয়ে যান ১১০ রান পর্যন্ত। ৪৪ বলে ৬০ রান করে ড্রেসিংরুমে ফেরেন শান্ত। এই বিপিএল এটি তাঁর তৃতীয় ফিফটি। পরে মুশফিকের ২৬ বলে ৪১ ও রায়ান বার্লের ১৬ বলে ৪১ রানের ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ