ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে সাকিব আল হাসান এখন শ্রীলঙ্কায়। লঙ্কায় বসেই বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার কথা জানতে পেরেছেন তিনি। অধিনায়ক হওয়ার সুখবর পেয়েই হয়তো পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন সাকিব।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির ফেসবুকে আজ ছবি পোস্ট করেছেন। ছবিতে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের পরিবারের পাঁচ সদস্যের সবাই। ছবিতে দেখা যাচ্ছে, শিশিরের কোলে আছে ছোট মেয়ে আর ছেলে সাকিবের কোলে। বড় মেয়ে দাঁড়িয়ে আছে। ক্যাপশন দিয়েছেন, ‘ফ্যামিলি আউটিং।’ ক্যাপশনের শেষে লাভ ইমোজি দিয়েছেন সাকিবের স্ত্রী।
এলপিএলে সাকিব খেলছেন গল টাইটানসের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। ৪ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৭০ রান। গড় ১৭.৫০ ও স্ট্রাইক রেট ১২৫। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ৭.০৫ ইকোনমিতে। তার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।