হোম > খেলা > ক্রিকেট

চা–শ্রমিকদের পোশাকে সিলেটে মেয়েদের অন্য রকম ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

টি-টোয়েন্টি সিরিজের আগে এভাবেই ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। ছবি: বিসিবি

সিলেটে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মালনীছড়া চা–বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।

সিলেটের চা–শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের আগে চা–শ্রমিক হিসেবে প্রতীকী পাতা উত্তোলন করেন জ্যোতি ও লুইস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আজ জ্যোতি বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ জিতে অন্য রকম একসময় পার করছি। দল এখন দারুণ আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য থাকবে, ওয়ানডের মতো এখানে টি-টোয়েন্টি সিরিজেও প্রত্যাশিত জয় নিশ্চিত করা। দল বেশ উজ্জীবিত। সুপ্তা আপু দুর্দান্ত খেলছেন, তাঁর এই পারফরম্যান্স দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। প্রথম ম্যাচ থেকেই আমরা ভালোভাবে শুরু করতে চাই।’

৭ ও ৯ ডিসেম্বর সিলেটে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের শেষ দুই টি-টোয়েন্টি। এর আগে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। আইরিশদের ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ করেছে একগাদা রেকর্ড।

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন