যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে গত রাতেই উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলের সঙ্গে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংস বিশেষ এক পোস্ট দিয়েছে।
মিরপুর শেরেবাংলায় গত রাতে উড়াল দেওয়ার আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের সঙ্গে কোট-টাই পরে ছবি তোলেন মোস্তাফিজ। বিসিবির লোগোসহ কোট পরিহিত ফিজের ছবি আজ চেন্নাই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘মিশন কাটার্স। ভালো মতো সুইং করো। ফিজ তোমায় শুভকামনা।’ প্রথম বাক্যের পরে চেন্নাই দিয়েছে বজ্রপাতের ইমোজি। সিংহ ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যের পর। বাক্যটা চেন্নাই শেষ করেছে লাভ ইমোজি দিয়ে।
আরও পড়ুন: