হোম > খেলা > ক্রিকেট

বিয়ের কার্ড ভাইরাল হওয়ায় চিন্তিত ম্যাক্সওয়েল

বিয়ে নিয়ে বিপাকে পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতে বিয়েতে নিরাপত্তা বাড়ানোরও চিন্তা করছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। হিন্দু রীতিতে ভারতীয় বংশোদ্ভূত মেয়েকে বিয়ে করবেন ম্যাক্সওয়েল। সে কারণেই তামিলে ছাপা হয়েছে বিয়ের কার্ড। এবার সেই কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি। 

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে এ নিয়ে কথা বলেছেন ম্যাক্সওয়েল। তিনি জানিয়েছেন, সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনলাইনে ভাইরাল হওয়ায় এখন বিয়েতে নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা করছেন ম্যাক্সওয়েল। বিয়ের অনুষ্ঠানে মেলবোর্নে আমন্ত্রণ জানানো হয়নি এমন অনেক অতিথি আসতে পারেন বলে আশংকা করছেন তিনি। 

ম্যাক্সওয়েলকে তাঁর এক আইপিএল সতীর্থ বলেছিলেন, তামিল ভাষায় মুদ্রিত তাঁর বিয়ের কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিয়ের আমন্ত্রণপত্রটি ভারতীয় অভিনেত্রী কস্তুরি শেয়ার করেছিলেন। ম্যাক্সওয়েল এ বিষয়ে বলেন, ‘এক সাবেক আইপিএল সতীর্থ আমাকে একটি ছবি পাঠিয়েছিলেন। আমি মনে করি আমাদের হিন্দু বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা বাড়াতে হবে।’

সংবাদমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে হলেও সেটি হবে তামিল ব্রাহ্মণ রীতিতেই। এক সপ্তাহের মধ্যে বিয়ের তিনটি আলাদা অনুষ্ঠান করবেন ম্যাক্সওয়েল। দুই পরিবারের স্বজন ও কাছের বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ৩৫০ জন অতিথি আমন্ত্রিত হয়েছে। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ