হোম > খেলা > ক্রিকেট

আইসিসি থেকে ৮ কোটিরও বেশি টাকা পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সেন্ট ভিনসেন্টে গতকাল আফগানিস্তানের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটেই থেমে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে না পারলেও খালি হাতে ফিরছেন না নাজমুল হোসেন শান্তরা। আইসিসি থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ। 

বিশ্বকাপে অংশ নিলেই প্রত্যেক দল পাবে ২ লাখ ২৫ হাজার ডলার—এমন কথা জানিয়েছিল আইসিসি। বাংলাদেশি মুদ্রায় টাকার অঙ্কটা হয় ২ কোটি ৬৫ লাখ টাকা। সেক্ষেত্রে বাংলাদেশ অংশগ্রহণের ফি হিসেবে পাচ্ছে এই অর্থমূল্য। সেমিতে উঠতে না পারলেও ৪ কোটি ৫০ লাখ টাকা যোগ হচ্ছে বাংলাদেশ দলের ব্যাংক অ্যাকাউন্টে। এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনাল বাদে একটি করে ম্যাচ জিতলে ৩৬ লাখ ৬৫ হাজার টাকা করে দলগুলো পাবে বলে আইসিসি উল্লেখ করেছিল। বাংলাদেশ সুপার এইটে কোনো ম্যাচ না জিতলেও গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতায় বাংলাদেশ পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা। সব মিলে আইসিসি থেকে বাংলাদেশ পাবে ৮ কোটি ২৫ লাখ টাকা। 

২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর পরের দিনই বিশ্বকাপের অর্থ পুরস্কার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে আইসিসি। পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ কোটি ৬২ লাখ টাকা), টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ৬৬ লাখ টাকা। রানার্সআপ দল পাবে প্রায় ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৯ কোটি ২১ লাখ টাকা করে।

গ্রুপ পর্ব, সুপার এইট শেষে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আগামীকাল। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন হবে দ্বিতীয় সেমিফাইনাল। রাত সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সেই ম্যাচে খেলবে ভারত-ইংল্যান্ড।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন