গতবছর শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম শিরোপা ঘরে তুলেছিল লাহোর কালান্দার্স। তাঁর নেতৃত্বে এই মৌসুমেও দুর্দান্ত খেলছেন লাহোর। অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে গতকাল সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি গড়লেন শাহিন। এই রেকর্ডে পাকিস্তানি বাঁহাতি পেসার ছাড়িয়ে গেছেন মিসবাহ-উল-হক, মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল কালান্দার্সের মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস। মুলতানকে ২১ রানে হারিয়েছিল লাহোর। তাতে শাহিনের নেতৃত্বে ২০ ম্যাচ খেলে লাহোর জেতে ১৪ ম্যাচ। ৭০ শতাংশ ম্যাচ জিতে পিএসএলে অধিনায়কদের তালিকায় শীর্ষে পাকিস্তানি এই বাঁহাতি পেসার।
শাহিনের পর দ্বিতীয় স্থানে আছেন মুলতান সুলতানসের অধিনায়ক রিজওয়ান। অধিনায়ক হিসেবে ৬৭.৭ শতাংশ ম্যাচ জিতেছেন রিজওয়ান। ৫৭.৭ শতাংশ জিতে চতুর্থ মিসবাহ। এই তালিকায় তৃতীয় স্থানে ড্যারেন স্যামি। অধিনায়ক হিসেবে পিএসএলে ক্যারিবীয় এই অলরাউন্ডার জিতেছেন ৫৭.৭ শতাংশ।
পিএসএলে সর্বোচ্চ ম্যাচ জেতা শীর্ষ পাঁচ অধিনায়ক (শতকরা হিসেবে):
শাহিন শাহ আফ্রিদি-৭০
মোহাম্মদ রিজওয়ান-৬৭.৭
ড্যারেন স্যামি-৫৭.৯
মিসবাহ-উল-হক-৫৭.৭
শাদাব খান-৫৫.৩