ক্রীড়া ডেস্ক
১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান করেন ১০১ রানের জুটি। আর বাবরকে আউট করে এই উদ্বোধনী জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। বাবরের পর আরো একটি উইকেট পেয়েছেন হাসান। তাতে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
ইনিংসের ১৩তম ওভার বোলিং করতে আসেন হাসান। ওভারের তৃতীয় বলে ফিফটি পেরোনো বাবরকে ফিরিয়ে দিয়েছেন তিনি। ডিপ কাভারে ক্যাচ ধরেছেন বদলি ফিল্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দুই বল পর রানের খাতা খোলার আগেই হায়দার আলিকে বোল্ড করেন হাসান। এই ওভারে মাত্র দুই রান খরচ করেন বাংলাদেশের এই পেসার।
এ খবর পাওয়া পর্যন্ত ১৪.২ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১৪ রান।