২০২৪ বিপিএলে ঢাকা পর্বের খেলা এখনো শেষ হয়নি। এরই মধ্যে আজ সিলেট পর্বের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দামও বেড়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। গ্রিন হিল এরিয়া, পশ্চিম গ্যালারি—এই দুটি গ্যালারিতে বসে ২০০ টাকায় ম্যাচ উপভোগ করা যাবে। এই দুই গ্যালারির টিকিটের দাম রয়েছে আগের মতোই। বাকি তিন গ্যালারির টিকিটের দাম গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে। এবারের বিপিএলে সর্বোচ্চ ২৫০০ টাকা দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। ২০২৩ বিপিএলে তা ছিল ১৫০০ টাকা। পূর্ব গ্যালারি ও ক্লাব হাউসের এবারের বিপিএলে টিকিটের দাম ৪০০ টাকা ও ৮০০ টাকা। গতবার ৩০০ ও ৫০০ টাকায় পাওয়া যেত পূর্ব গ্যালারি ও ক্লাব হাউসের টিকিট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের কাছে লাক্কাতুরা টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। এ ছাড়া রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাছেও রয়েছে টিকিট কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হবে পরশু থেকে।
ঢাকা পর্বে আরও তিন ম্যাচ বাকি রয়েছে বিপিএলের। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে বরিশাল-খুলনা ম্যাচ। রংপুর-সিলেট, কুমিল্লা-চট্টগ্রাম—আগামীকাল এই দুই ম্যাচ দিয়ে শেষ হবে ঢাকা পর্ব। শুক্রবার খুলনা-রংপুর ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২৩ ও ২০২৪ বিপিএলে টিকিটের দামের তুলনা
গ্যালারি বিপিএল ২০২৩ (টাকা) বিপিএল ২০২৪ (টাকা)
গ্রিন হিল এরিয়া ২০০ ২০০
পশ্চিম ২০০ ২০০
পূর্ব ৩০০ ৪০০
ক্লাব হাউস ৫০০ ৮০০
গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ ২৫০০