হোম > খেলা > ক্রিকেট

সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা-না খেলা

এশিয়া কাপেরটা মিটলেও মিটছে না ওয়ানডে বিশ্বকাপের ঝামেলা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে এখন কিছু জানে না পাকিস্তান। আইসিসিকে হ্যাঁ কিংবা না কোনোটাই জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটিই জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।

শুক্রবার পিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমকে অনিশ্চয়তার বিষয়টি ব্যাখ্যাও করেছেন শেঠি। বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসিকে বিশ্বকাপের সূচি নিয়ে লিখেছি, আমরা অনুমোদন বা অসম্মতি কোনোটাই দিতে পারছি না। এটি আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। ভারত যেমন আমাদের এখানে খেলতে আসার জন্য ওদের সরকারের সিদ্ধান্ত নেয়, তাই আহমেদাবাদে খেলব কি না, প্রশ্নটি করে লাভ নেই। যখন সময় আসবে, তখন আমরা সিদ্ধান্ত নেব সেখানে খেলতে যাব কি না। এরপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাব। এ দুই গুরুত্বপূর্ণ শর্তের ওপরই নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত।’ 

কিছুদিন আগে বিশ্বকাপের খসড়া সূচি আইসিসি সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দেয়। সূচি অনুযায়ী বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে। শেষ হবে ১৯ নভেম্বর। ১০ দলের ৪৮ ম্যাচ ১২ স্টেডিয়ামে হতে পারে বলে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। 

বিশ্বকাপের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটি জানিয়েছেন শেঠি। তিনি বলেছেন, ‘সমস্যাটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তবে এখন সিদ্ধান্ত জানাননি। প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র কার্যালয়ের মতামত জানতে হবে। তাই এখন অনুমতি চাওয়াটা একটু অগ্রিম হয়। এ ছাড়া আমরা জানি না ভবিষ্যতে কে ক্ষমতায় থাকবে। তাই এই মুহূর্তে পরিস্থিতির উন্নতি হয়নি। স্থিতিশীল সরকার এলে তখন সময় আসবে অনুমতি চাওয়ার ব্যাপারে (ভারত সফরের)।’

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল