হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড দামে আইপিএলের নতুন দলে রাহুল!

ক্রীড়া ডেস্ক

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না লোকেশ রাহুল। তবে মাঠের বাইরে থেকে একের পর এক সুখবর পাচ্ছেন ভারতের টপ অর্ডার ব্যাটার।

গুঞ্জন আছে কিছুদিন পরেই বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে ঘর বাঁধতে চলেছেন রাহুল। বিয়ের আগে পেলেন আরেকটি সুখবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের আসরে আকাশছোঁয়া দামে পাঞ্জাব কিংস ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন তিনি। 

ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন দল ছেড়ে আইপিএলের ১৫ তম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌতে যোগ দিচ্ছেন রাহুল। 

আগামীকাল মঙ্গলবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে জমা দিতে হবে। 

এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে নিজেদের তালিকা প্রকাশ করেনি। তবে সংবাদমাধ্যমগুলো বলছে, প্রীতির সঙ্গে রাহুলের সম্পর্ক শেষ! 

পাঞ্জাব কিংস রাহুলকে ছেড়ে দিলে নিলামে নাও উঠতে হতে পারে তাঁকে। গত চার মৌসুমে ৬৫৯,৫৯৩, ৬৭০ এবং ৬২৬ রান করে করেছেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখে যে কোনো দল তাঁকে নিতে চাইবে। 

টাইমস নাউ নিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী বছর থেকে আইপিএলে যে দুটি দল বাড়ছে, সেটিরই একটি লক্ষ্ণৌ এরই মধ্যে ২০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে রাহুলকে। ২০১৮ সালে পাঞ্জাবে যোগ দেওয়া ব্যাটার ১১ কোটি রুপি পেতেন। তবে প্রীতির দল যদি তাঁকে ধরে রাখে, তাহলে নিয়ম অনুযায়ী আগামী মৌসুম থেকে দিতে হবে ১৬ কোটি রুপি।

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন