হোম > খেলা > ক্রিকেট

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল তারা। ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছিল স্বাগতিকেরা। সিরিজ হার এড়াতে আজ জয় ছাড়া কোনো উপায় নেই সফরকারীদের। 

অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং-ব্যাটিংয়ে প্রথম ম্যাচের মতো সমন্বয় নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে এনেছে এক পরিবর্তন। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বাড় পড়েছেন, তাঁর জায়গায় ফিরেছেন আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব। 

একাদশে তিন পেসার—সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। স্পিনেও আছে দারুণ ভেরিয়েশন। লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁরে সঙ্গে ৬ ব্যাটার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ। ভারত অবশ্য আগের একাদশ নিয়েই খেলছে। 

বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। 

ভারতের একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন