গত আগস্টেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের দুটি মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা মাসকট দুটির নাম দেয়নি। জানিয়েছিল, বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের ভোটেই নির্বাচিত হবে মাসকট দুটির নাম। আজ আইসিসি মাসকট দুটির নাম প্রকাশ করেছে। একটির নাম ব্লেজ, আরেকটির নাম টঙ্ক।
এক বিশ্বকাপে সাধারণত মাসকট থাকে একটিই। কিন্তু লৈঙ্গিক সমতার কথা বিবেচনায় রেখে আইসিসি নিয়ে এসেছে দুটি মাসকট। একটি নারী ও আরেকটি পুরুষ। নারী মাসকটটির নাম ব্লেজ, পুরুষটির নাম টঙ্ক। ক্রিকেট ইউটোপিয়া থেকে আসা ব্লেজ ও টঙ্ক আলাদা আলাদা বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। এটা যেমন লৈঙ্গিক সমতার প্রতীক, তেমনি বৈচিত্র্যেরও।
লাল রঙের পোশাক পরিহিত মাসকটটিই ব্লেজ। তার কোমরে থাকা বেল্টের সঙ্গে বাঁধা বল আকৃতির বস্তুগুলো ব্যাপক ক্ষমতাসম্পন্ন। টার্বুনেটরের মতো গতি তার। হাত ঘোরালেই বেরিয়ে আসে ফায়ারবল।
আর নীল পোশাক পরিহিত হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টঙ্ক ঠান্ডা মাথার অসীম ক্ষমতাধর ব্যাটার। শট খেললেই বল আছড়ে পড়ে গ্যালারিতে।