Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভারত সিরিজে তাহলে তামিমও থাকছেন

ক্রীড়া ডেস্ক

ভারত সিরিজে তাহলে তামিমও থাকছেন

ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার। দলের জন্য অবদান রেখে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ২২ গজের মতো ধারাভাষ্য কক্ষে দুর্দান্ত এই বাঁহাতি ব্যাটার। মাঠের অভিজ্ঞতা মাইক্রোফোন হাতে সাবলীলভাবে তুলে ধরার অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর। 

দেশের ধারাভাষ্য কক্ষে ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে তামিমের। এবার দেশের বাইরেও সেই অপেক্ষা পুরোতে যাচ্ছে। সম্প্রচার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি—দুটি সিরিজে ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-ভারতের পাঁচজন। 

বাংলাদেশের তামিমের সঙ্গে থাকবেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক। বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। 

আন্তর্জাতিক ধারাভাষ্যে তামিমের অভিষেক হয়েছে গত বছরের ডিসেম্বরে। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে দারুণ বিশ্লেষণ করে প্রশংসাও কুড়িয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার। ফিটনেস ইস্যু ও টিম ম্যানেজমেন্টর সঙ্গে কিছু জটিলতায় আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। দলে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ধারাভাষ্য কক্ষে। 

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর। 

জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে।

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম