ক্রীড়া ডেস্ক
হঠাৎ করেই তুমুল আলোচনায় আফগানিস্তান ক্রিকেট দল, যাদের আলোচনায় আসার সুযোগ করে দিল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আফগানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সেই সিরিজ বাতিল করেছে। আফগানিস্তানে নারীদের ওপর তালেবানদের নিষেধাজ্ঞার ব্যাপারটি সিরিজ বাতিলের কারণ হিসেবে দেখিয়েছিল সিএ। এ ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছে আইসিসি। আইসিসির এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে, তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। পরবর্তী সভায় আইসিসি বোর্ড এই ব্যাপারগুলো বিবেচনা করবে। বৈশ্বিক ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি, যারা আফগানিস্তানে পুরুষ, নারী সবারই খেলাধুলায় অংশগ্রহণ দেখতে চায়। পুরুষ, নারী সবাইকে আফগানিস্তানে নিরাপদে ক্রিকেট খেলতে দেখতে চাই।’
অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের পর রশিদ খানসহ বেশ কজন আফগান ক্রিকেটার বিগ ব্যাশে না খেলার কথা জানিয়েছেন। মোহাম্মদ নবী সিএর এমন কাজে নিজের ক্ষোভ ঝেড়েছেন। আফগান এই অলরাউন্ডার ক্রিকবাজকে গতকাল বলেন, ‘খেলাধুলার সঙ্গে কখনো রাজনীতিকে মেশানো উচিত নয়। ভারতে বিশ্বকাপে তারা কী করবে? আমরা দেখব তারা আমাদের বয়কট করে কি না। যে কারণ তারা দেখাল, তা মোটেও যৌক্তিক নয়।’