হোম > খেলা > ক্রিকেট

কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

কোয়ারেন্টিন জটিলতায় স্থগিত হয়ে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর। আগামী ২৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরেই যাচ্ছে না কিউইরা।  

করোনা মহামারির শুরু থেকেই নিউজিল্যান্ড সরকার অনেক কড়া নিয়ম-নীতি মেনে আসছে। বাংলাদেশ দলকেও নিউজিল্যান্ড সফরে গিয়ে সেসব নিয়ম-নীতি মানতে হয়েছে। এবার নিজেদের সেই নিয়মেই আটকাতে চান না কিউই ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সরকারও ক্রিকেটারদের কোনো ছাড় দিতে রাজি হননি। আপাতত তাই অস্ট্রেলিয়া সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 

সিরিজটির আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তী সময়ে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজ খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। 

নিউজিল্যান্ড ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

সেকশন