সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি হাতে উল্লাস করার কথা ছিল জফরা আর্চারের। কিন্তু চোট সেটা করতে দেয়নি ইংল্যান্ডের পেসারকে। এবার অবশ্য সেই সুযোগ পাচ্ছেন তিনি। তাঁকে দলে রেখেই আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার আধ ঘণ্টা পরেই বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড। এক বছর পর ইংল্যান্ড দলে ফিরেছেন আর্চার। ২৯ বছর বয়সী পেসারের মতোই প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন ক্রিস জর্ডানও। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ৩৫ বছর বয়সী পেসারকে ডেড ওভারের ‘স্পেশালিস্ট’ হিসেবে দলে নিয়েছে ইংল্যান্ড। এ ছাড়া শেষ দিকে ব্যাটিংয়েও বেশ কার্যকরী তিনি।
ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন টম হার্টলি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নজর কাড়া বাঁহাতি স্পিনার জুটি বাঁধবেন লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে। দুই জেনুইন স্পিনারকে সঙ্গ দেবেন তিন অলরাউন্ডার মঈন আলি, উইল জ্যাকস এবং লিয়াম লিভিংস্টোন।
বাটলারের দলে পেস বোলিংয়ে আর্চারের সঙ্গে জুটি বাঁধবেন মার্ক উড, রিস টপলি এবং অলরাউন্ডার স্যাম কারান। আগামী ১ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, বেন ডাকেট, আদিল রশিদ, ফিল সল্ট, হ্যারি ব্রুক, রিস টপলি, টম হার্টলি, মার্ক উড, ক্রিস জর্ডান, উইল জ্যাকস।