হোম > খেলা > ক্রিকেট

লঙ্কায় তাসকিনদের কাছে শরীফুলদের হার 

জিততে জিততে শেষ পর্যন্ত ২ রানে হেরেই গেল ক্যান্ডি ফ্যালকনস। শেষ ওভারে জেতার জন্য তাদের প্রয়োজন ছিল ২০ রান। কলম্বো স্ট্রাইকার্সের অভিজ্ঞ পেসার থিসারা পেরেরার বিপক্ষে দারুণ ব্যাট চালিয়েছিলেন আরেক অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসও। তবে ১৭ রানের বেশি তুলতে সক্ষম হয়নি ক্যান্ডি।

কলম্বোর দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৯৭ রানে থেমে যায় ক্যান্ডির ইনিংস। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বোর হয়ে তাসকিন আহমেদ এবং ক্যান্ডির হয়ে এই ম্যাচ নিজেদের প্রথম ম্যাচ খেলেছেন শরীফুল ইসলাম। শরীফুল ২টি উইকেট নিলেও ৪ ওভার দিয়েছেন ৪৩ রান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নিজের প্রথম ম্যাচে মোটামুটি ভালো অবদান রেখেছেন তাসকিন। ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে ৩ বলে এক ছক্কায় করেছেন ৭ রান।

রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস জিতে কলম্বোকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যান্ডির অধিনায়ক থিসারা পেরেরা। রহমানউল্লাহ গুরবাজ ও অ্যাঞ্জেলো পেরেরার তাণ্ডবে ওপেনিং জুটিতে ৩.৩ ওভারে কলম্বো জমা করে ৫৩ রান। ৩ ছক্কায় ১০ বলে ২০ রান করা গুরবাজকে ফিরিয়ে দলকে ব্রেক-থ্রু এনে দেন শরীফুল।

তারপর ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় কলম্বো। ২ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ৩৮ রানে ফেরেন পেরেরা। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে গ্লেন ফিলিপস খেলেছে ৪৩ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। ১২ বলে ২৩ রান করেছেন শাদাব খান। ৯ উইকেটে ১৯৯ রান তোলে কলম্বো। দুশমন্ত চামিরা ৩টি শরীফুল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নিয়েছেন।

জবাবে আন্দ্রে ফ্লেচারের ৩৬ বলে ৪৭, ৪ ছক্কা ও ৫ চারে মোহাম্মদ হারিসের ৩২ বলে ৫৬, কামিন্দু মেন্ডিসের ১৬ বলে ৩৬ ও ম্যাথুসের ২৪ বলে ৩৩ রানের সৌজন্যে দারুণ লড়াই করেছিল ক্যান্ডি। ১৭তম ওভারে মূলত ম্যাচের গতিপথ বদলে দেন মাতিশা পাতিরানা। সেই ওভারে ফেরান কামিন্দু, দাসুন শানাকা ও হাসারাঙ্গাকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৯৭ রান করতে পারে তারা।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ