দক্ষিণ আফ্রিকায় টেস্ট সফরে কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর ছিটকে যান শ্রীলঙ্কা সিরিজ থেকেও। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই পেসারকে সুস্থ করে তুলতে ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বুধবার লন্ডনে এমআরআইসহ তাসকিনের তিনটি টেস্ট করা হয়। প্রতিটি টেস্টই ভালো আসায় কোনো প্রকার অস্ত্রোপচার লাগছে না এই পেসারের। শুধু একটি ইনজেকশন লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা চিকিৎসকদের কাছ থেকে এখন সব তথ্য (রিপোর্ট) জোগাড় করছি। দেশে ফিরে ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে রিহ্যাবের পরিকল্পনা ঠিক করা হবে।’
রিহ্যাব প্রক্রিয়া শেষ হতে কত দিন লাগতে পারে তা অবশ্য জানাতে পারেননি বিসিবির এই চিকিৎসক। তবে দেশে ফেরার পর রিহ্যাব পরিকল্পনা করবেন তাঁরা।