হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের কেন ‘মাথা খারাপ’

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করার পর হয়তো আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল পাকিস্তানের। কারণ ঘরের মাঠে পাকিস্তান যেকোনো সংস্করণেই ভয়ংকর। তবে রাওয়ালপিন্ডিতে চলমান প্রথম টেস্টে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, যা কল্পনাও করতে পারেননি পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ।

চার পেসার নিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ সাজায় পাকিস্তান। পেস-সহায়ক পিচে পাকিস্তান দ্রুত বাংলাদেশকে গুটিয়ে দেবে, এমনটা হয়তো আশা করেছিলেন আজহার। সেখানে স্বাগতিকদের বোলিং আক্রমণ সামলে বাংলাদেশ গতকাল ৫ উইকেটে ৩১৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে। সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস চার বাংলাদেশি ব্যাটার ফিফটি করেছেন। তৃতীয় দিনের খেলা শেষে আজহার বলেন, ‘আমরা একজন স্পিনারও খেলাইনি। কারণ সেখানে ঘাস ছিল এবং ভেবেছিলাম যে পেসারদের সাহায্য করবে। তেমন আশাই করেছিলাম। কিন্তু প্রথম দিন খেলা শুরুর আগে পিচ তিন ঘণ্টা রোদ পেয়েছে। পার্থক্যটা সেখানেই হয়তো তৈরি হয়েছে। উইকেট যে এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেটা আমরা কল্পনাও করিনি। এ কারণেই ভিন্ন আচরণ করেছে।’ 

একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদকে বাদ দেয় রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগেই। একাদশে সালমান আলী আগা, সাইম আইয়ুব, বাবর আজম স্পিনার হলেও বোলিং করেন কালেভদ্রে। বাংলাদেশ যে ৫ উইকেট হারিয়েছে, ৪ উইকেটই পাকিস্তানি পেসাররা নিয়েছেন ঠিকই। তবে নাসিম শাহর এক ওভারে ১৮ রান নিয়ে লিটন টেস্টের ১৭তম ফিফটি পূর্ণ করেন। পিচের অবস্থা নিয়ে আজহার বলেন, ‘যে সমন্বয় নিয়ে দল সাজিয়েছি, পেস ও বাউন্স-সহায়ক পিচ আমাদের দরকার ছিল। উইকেট তেমন আচরণ করবে বলে আমাদের আশা ছিল। তবে তেমন কিছু হয়নি। যখন উইকেটে পেস, বাউন্স অথবা ভালো স্পিন থাকবে, খেলোয়াড়দের ভুল করার সম্ভাবনা বেশি থাকে।’ 

বৈরী আবহাওয়ার কারণে ২১ আগস্ট বাংলাদেশ-পাকিস্তান ১ম টেস্ট শুরু হয়েছিল নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর। প্রথম দিন ৪৮ ওভার হওয়ার কথা থাকলেও হয়েছিল ৪১ ওভার। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ১১৩ ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে ৯৫ ওভারে ৫ উইকেটে করে ৩২০ রান। মুশফিক ও লিটন ৫৬ ও ৫৪ রানে ব্যাটিং করছেন। 

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্টও হবে রাওয়ালপিন্ডিতে। 

আরও পড়ুন:

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ