হোম > খেলা > ক্রিকেট

নাঈমের সেঞ্চুরি আর সাব্বিরের ফিফটিতে ‘এ’ দলের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুটি চার দিনের ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। তিনটি এক দিনের ম্যাচে প্রথমটিও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কাছে পাত্তা পায়নি সফরকারীরা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ। দ্বিতীয় এক দিনের ম্যাচে ক্যারিবিয়ানদের ৪৪ রানে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ ‘এ’ দল। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ।

সেঞ্চুরি পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এশিয়া কাপের দলে জায়গা পাওয়া সাব্বির রহমানও রানের দেখা পেয়েছেন। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা। নাঈমের ১০৩ ও সাব্বিরের ৬২ রানের সুবাদে ৬ উইকেটে ২৭৭ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৩৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪৪ রানে ২ উইকেট নেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। ১১৬ বলের ইনিংসে ১৪টি চার আর ১টি ছক্কায় ১০৩ রান করেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান এসেছে ছয়ে নামা সাব্বিরের ব্যাট থেকে। ৬টি চার আর ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাব্বির।

শেষ দিকে সাব্বিরকে দারুণ সঙ্গ দেন জাকের আলী অনিক। ১২ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। সাব্বির রানের দেখা পেলেও জাতীয় দলের বাইরে সৌম্য সরকার আরেকবার হতাশ করেছেন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার বৃত্ত পূর্ণ করেছেন সৌম্য। জায়গায় দাঁড়িয়ে অলস এক শটে বোল্ড হয়ে ফিরেছেন ৬ রানে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন নাঈম। ২৩ বলে ১৯ রানে আউট হন সাইফ। রানের চাকা সচল রাখতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুনও। ৪৮ বলে ২৮ রান করেন মিঠুন। শাহাদাত হোসেন দীপু করেন ৩৩ বলে ২৮ রান। শেষ পর্যন্ত সাব্বিরের ইনিংসটি বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়।

তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। ২০.২ ওভারে ৯৪ রানের জুটি গড়েন দুই ওপেনার। ৩৮ রানে ত্যাগনারায়ণ চন্দরপলকে বোল্ড করেন রাজা। আরেক ওপেনার সিলভা ৮০ বলে করেন ৬৮ রান। তবে পরের ব্যাটাররা ওভারপ্রতি রানের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ ওভার খেললেও ২৩৩ রানে থামতে হয় তাঁদের।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ