ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, এটা চূড়ান্ত। কিন্তু হাইব্রিড মডেলে আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে পাকিস্তানের যে আপত্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটা ‘চূড়ান্ত’ নয়। সেটা পাকিস্তান চূড়ান্ত করতে গেলে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে।
তবে কোথায়, কীভাবে টুর্নামেন্ট হবে, তা নির্ধারণের জন্য ২৯ নভেম্বর (শুক্রবার) এক অনলাইন বৈঠকে সিদ্ধান্ত নিতে পারেন আইসিসির নির্বাহী বোর্ডের সদস্যরা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে প্রতিযোগিতার সূচি ঘোষণা করা হয়। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারতের না খেলার সিদ্ধান্তের কারণে টুর্নামেন্ট শুরুর তিন মাস বাকি না থাকলেও এখনো সূচি ঘোষণা করা হয়নি। শুক্রবারের বৈঠকে টুর্নামেন্ট নিয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তের পরই ঘোষিত হতে পারে সূচি।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে পারে। শেষ পর্যন্ত হয়তো হাইব্রিড মডেল মেনে নিতে পারে পাকিস্তান। হাইব্রিড মডেলই চাওয়া ভারতের। আর সেই চাওয়া বাস্তবায়নের জন্য আইসিসির নির্বাহী বোর্ডের সদস্যরা পাকিস্তানকে বাড়তি অর্থ দিতেও রাজি বলে খবর এনডিটিভির।