হোম > খেলা > ক্রিকেট

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বকাপ খেললেন যে ক্রিকেটার 

কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছিল, করোনা হলেও খেলা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজ করোনা পজেটিভ নিয়ে খেলেছেন আয়ারল্যান্ডের এক ক্রিকেটার। হোবার্টে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড ম্যাচে করোনা পজেটিভ হয়ে খেলেন জর্জ ডকরেল।

আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১১তম ওভারের শেষ বলে আউট হয়ে যান কার্টিস কাম্ফার। এরপরই উইকেটে আসেন ডকরেল। তাতে করোনায় আক্রান্ত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রথম ক্রিকেটার হলেন ডকরেল। ব্যাটিংয়ে অবশ্য তেমন কিছু করতে পারেননি। ১৬ বলে ১৪ রান করে মাহিশ থিকশানার বলে বোল্ড হয়ে যান ডকরেল। কোনো বাউন্ডারি মারতে পারেননি। বোলিং এক ওভারও করেননি।

হোবার্টে আজ ম্যাচ শুরুর আগে ডকরেলের কোনা পজেটিভের খবর জানিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড।  ক্রিকেট আয়ারল্যান্ড বলেছে, করোনার মৃদু উপসর্গ দেখা গেছে ডকরেলের। কোভিড-১৯ ব্যবস্থাপনাবিষয়ক স্থানীয় সরকারের নিয়মনীতি এবং টুর্নামেন্টের গাইডলাইন মেনে মেডিক্যাল টিম  তাঁর দেখাশোনা করছে। বিপক্ষ দল ও আইসিসির প্রধান মেডিক্যাল অফিসারকে জানানো হয়েছে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ