হোম > খেলা > ক্রিকেট

লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৩ ও ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের তীর্থস্থান হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। অন্য দশটা মাঠের মতো হলেও ঐতিহ্যবাহী এই মাঠে খেলা যেন প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। আইসিসি ঠিক করেছে ২০২৩ ও ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে আয়োজন করার।

মঙ্গলবার (২৬ জুলাই) বার্মিংহামে বার্ষিক সভার শেষ দিনে এই সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

২০১৯-২০ থেকে যাত্রা শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী আসরের ফাইনালের ভেন্যু হিসেবেও ঠিক করা ছিল লর্ডসের নাম। পরে তা সরিয়ে নেওয়া হয় সাউদাম্পটনে। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। 

আইসিসি বার্ষিক সভার চূড়ান্ত দিনে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিভিএস লক্ষণ ও ডেনিয়েল ভেট্টরিকে পুরুষ ক্রিকেট কমিটির বর্তমান খেলোয়াড় প্রতিনিধি করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় খেলোয়াড় প্রতিনিধি হবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার রজার হার্পার এবং কমিটিতে যোগ দিতে যাওয়া মাহেলা জয়াবর্ধনে। সভায় পুরুষ ও নারী ক্রিকেটের ২০২৩-২৭ এফটিপিও অনুমোদন দেয় আইসিসি। 

আইসিসি তাদের নতুন সহযোগী সদস্যপদের জন্য অনুমোদন দিয়েছে কম্বোডিয়া, আইভরি কোস্ট ও উজবেকিস্তানকে। আর সদস্যপদ বাতিল করেছে রাশিয়ার। এ নিয়ে আইসিসির সম্প্রসারিত সদস্যপদ দাঁড়াল ১০৮। তার মধ্যে ৯৬ দেশ সহযোগী সদস্য।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন