হোম > খেলা > ক্রিকেট

যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ 

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৫ দিন। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে দলগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে জোর কদমে। তার মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের তিন শহর—ডালাস, মায়ামি ও নিউইয়র্কে হবে কুড়ি ওভারের ক্রিকেটের এই বৈশ্বিক লড়াই। মার্কিন মুলুকে যে প্রথমবারের মতো বিশ্বকাপ হবে, সেটি আগে থেকে ঠিক করা ছিল। আগামী বছর ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি ও নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে বেছে নেয় আইসিসি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এর আগে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্রে এবারই প্রথম কোনো আইসিসির টুর্নামেন্ট হতে যাচ্ছে। জুনে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। তার জন্য নিউইয়র্কের নাসাউ কাউন্টির এইসেনহাউয়ার পার্কে বানানো হবে ৩৪ হাজার আসনের ///‘মড্যুলার’ স্টেডিয়াম।

মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার এবং এই ভেন্যুগুলো চমৎকার সুবিধা এনে দেবে বিশ্বের বৃহত্তম ক্রীড়া মার্কেটে আমাদের উপস্থাপনের।’

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে গত জুলাইয়ে মেজর লিগ ক্রিকেট নামে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে যুক্তরাষ্ট্র। তার মধ্যে ভেন্যু হিসেবে ছিল ডালাসের গ্র্যান্ড প্রেইরিও।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান