Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

মিরাজকে কোহলির বাংলায় কথা বলার ভিডিও ভাইরাল 

মিরাজকে কোহলির বাংলায় কথা বলার ভিডিও ভাইরাল 

ভারতীয় ক্রিকেটারদের সচরাচর বাংলায় খুব একটা কথা বলতে দেখা যায় না। যদি না তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে থাকেন। সেখানে বিরাট কোহলি বাংলায় কথা বলে অনেকটা চমকে দিয়েছেন।

মেহেদী হাসান মিরাজের সঙ্গে কোহলির বাংলায় কথোপকথনের ঘটনাটা পুরোনো হলেও সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল। কানপুরে ল্যান্ডমার্ক টিম হোটেলে পরশু দ্বিতীয় টেস্ট শেষে মিরাজ নিজের প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টসের’ ব্যাট উপহার দেন কোহলিকে। নিজের কোম্পানির ব্যাটের প্রচারণা চালাতে মিরাজ কথা বলেছেন বাংলাতেই। কোহলির কাছে যখন জানতে চাওয়া হলো এমকেএস ব্যাট সম্পর্কে, তখন তিনি উত্তর দিয়েছেন বাংলায়। ভারতীয় তারকা ব্যাটার বলেন,  ‘খুব ভালো আছি।’ কথাটা বলার পরই মিরাজ-কোহলি দুজনেই অট্টহাসি দিলেন। মিরাজের প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা জানিয়েছেন কোহলি। বাংলায় সেই একটা বাক্য বলার পর কোহলি বাকি কথাটুকু ইংরেজি ও হিন্দিতে বলেছেন।

শুধু কোহলিকেই নয়, মিরাজ এমকেএস ব্যাট উপহার দিয়েছেন রোহিতকেও। ল্যান্ডমার্ক হোটেলে একই দিনে রোহিতের হাতে মিরাজ তুলে দিয়েছেন নিজের প্রতিষ্ঠানের ব্যাট। এমকেএসের অন্যতম কর্ণধার ইমরুল কায়েস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় মিরাজ-রোহিতের আলাপচারিতার ভিডিও পোস্ট করেছেন। মিরাজের প্রশংসা করে এমকেএসকে শুভকামনা জানিয়েছেন রোহিত।

কানপুরে পরশু শেষ হয়েছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। ৭ উইকেটে এই টেস্ট জিতে ভারত ২-০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশকে। সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব আল হাসানকে নিজের ব্যাট উপহার দিয়েছেন কোহলি। কানপুরের এই টেস্ট খুব সম্ভবত ক্রিকেটের রাজকীয় সংস্করণে শেষ ম্যাচ। এই ম্যাচে ভারতের প্রথম ইনিংসের ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। যার মধ্যে কোহলিকে আউট করে সাকিবের উদযাপন ছিল দেখার মতো।

এ বছরের শুরুতে যে বিপিএল হয়েছিল, সেই টুর্নামেন্টের মাঝপথেই ইমরুল-মিরাজের ‘এমকেএস’ স্পোর্টসের পথচলা শুরু। ঢাকার কোনো এক হোটেলে ৫ ফেব্রুয়ারি এই কোম্পানির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এসেছিলেন সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামসহ দেশের অনেক তারকা ক্রিকেটার। অনুষ্ঠানে ছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

আরও পড়ুন: 

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিলেন শান্ত, মিরাজও শেষ