হোম > খেলা > ক্রিকেট

মাঝ আকাশে আফিফকে চমকে দিলেন তাসকিন-লিটনরা

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আজ আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। এশিয়া কাপে ভরাডুবির তিন সপ্তাহের মাথায় আবার মরুর দেশে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের ফ্রেন্ডশিপ সিরিজ খেলবেন তাঁরা।

আজ আবার আফিফ হোসেন ধ্রুবর জন্মদিন। জীবনের চক্রে আজ ২৩ বছর পূর্ণ হয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের। এমন দিনেই পরিবার ছেড়ে দূরে যেতে হচ্ছে তাঁকে।

বিদেশে যাচ্ছেন, বিমানে আছেন বলে হয়তো আফিফ ভেবেছিলেন, এবার তাঁর জন্মদিন পালন করা হবে না। কেউ শুভেচ্ছাও জানাবে না। সে কারণেই বোধ হয় বিমানের সিটে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন তিনি।

কিন্তু সতীর্থরা আফিফের দিনটি ঠিকই রঙিন করে তুলেছেন। সামাজিক মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ঘুম থেকে টেনে তোলা হচ্ছে আফিফকে। বেচারা আফিফ উঠতেই চাইছিলেন না। দুই চোখ ঘষার পর তিনি দেখেন, সতীর্থ তাসকিন-নাসুম-লিটন-রাব্বিরা করতালি দিয়ে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিমানের দুই ক্রু নিয়ে আসেন কেক। সিটে বসেই সেই কেক কাটেন আফিফ।

জন্মদিনে সতীর্থদের এমন চমক হয়তো কল্পনাও করতে পারেননি আফিফ।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ