মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় ভোর থেকেই ক্রিকেটপ্রেমীদের ভিড়। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম সংস্করণ, টিকিট সমর্থকদের ভিড়ও স্বাভাবিক। কিন্তু বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাতে ব্যর্থ হয় খেলার টিকিট কোথায় পাওয়া যাবে, সে তথ্য জানাতে। এ দিকে অসন্তোষ সমর্থকেরা স্টেডিয়াম ফটকের দরজা ভেঙে ফেলারও চেষ্টা করেন!
বিপিএলে পানির পৃষ্ঠপোষক ঘোষণার সংবাদ সম্মেলনে আজ বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে এ ব্যাপারে স্বাভাবিকভাবেই প্রশ্ন শুনতে হয়েছে। ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আগের সব সংস্করণ থেকে এবারের বিপিএলে সবকিছুতে থাকবে ভিন্নতা, কিন্তু ২৪ ঘণ্টা আগেও কেন বিসিবি টিকিট কোথায় পাওয়া যাবে ঘোষণা দিতে পারেনি? ফাহিম অবশ্য ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। বিসিবির সঙ্গে স্টেক হোল্ডার-স্পন্সরদের ব্যাপার থাকায় কিছুটা দেরির কথা জানিয়েছেন তিনি। তারপরও সবকিছুর পর নিজেদের দায় বলেছেন তিনি।
দুপুরের দিকে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকিটের বুথের কথা জানায় বিসিবি। কিন্তু টিকিট এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নয়, পাওয়া যাবে অনলাইন ও সশরীরে মধুমতি ব্যাংক পিএলসির সাতটি শাখায়। তবে দর্শকদের অসন্তোষ ও ভোগান্তির কথা বিবেচনা রেখে আজকের জন্য মিরপুর স্টেডিয়ামেও বুথে টিকিট বিক্রি করছে বিসিবি। স্টেডিয়ামের এক নম্বর ফটকের টিকিট কাউন্টারে আজ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সশরীরে টিকিট পাওয়া যাবে।
এবারও এক টিকিটে দেখা যাবে দিনের দুটি ম্যাচ। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা, সর্বোচ্চ ২০০০ টাকা। আপাতত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিট মূল্যই প্রকাশ করেছে বিসিবি। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য সর্বোচ্চ ২০০০ টাকা। মিডিয়া ব্লকে উত্তর অংশের ইন্টারন্যাশনাল গ্যালারি ১০০০ টাকা, করপোরেট ব্লকে দক্ষিণ অংশের ইন্টারন্যাশনাল গ্যালারি ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ ১০০০ টাকা, ক্লাব হাউস বা শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, সাউদার্ন গ্যালারি ও নর্দার্ন গ্যালারি ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। এ ছাড়া শহীদ মুশতাক স্ট্যান্ডে বিশেষ ৩০০টি আসন পাওয়া যাবে একেকটি ৬০০ টাকায়।
অনলাইনে এই সাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন সমর্থকেরা। সশরীরে টিকিট কেনা যাবে মধুমতি ব্যাংকের মিরপুর-১১, ঢাকা চেম্বার বিল্ডিং মতিঝিল শাখায়, জসীম উদ্দিন রোড উত্তরা শাখা, গুলশান ১ ও ২-এর মাঝামাঝি গুলশান শাখা, ওল্ড রোড-২৭ ধানমন্ডি শাখা, কামরাঙ্গীরচর শাখা এবং পল্টন স্কাউট বিল্ডিং ভিআইপি রোড শাখা থেকে।
আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধুমতী ব্যাংকের উল্লেখিত শাখায় পাওয়া যাবে আগামীকাল উদ্বোধনী দিনের ম্যাচের টিকিট। পরশু থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকেরা।