ইংরেজি ভাষায় কথা বলতে উপমহাদেশের অনেক ক্রিকেটারেরই সমস্যায় পড়তে হয়। অনেকেই ভালো ইংরেজি বলতে পারেন না। বিভিন্ন সময়ে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকেও ইংরেজি নিয়ে ট্রল শুনতে হয়। তবে এবার এই উইকেটরক্ষক-ব্যাটার স্পষ্ট জানিয়েছেন, সম্পূর্ণ পড়াশোনা শেষ করতে না পারার কারণে তাঁর ইংরেজিতে দুর্বলতা রয়েছে, তবে তিনি এটি নিয়ে লজ্জিত নন।
মুলতান সুলতানসের প্রথম ম্যাচের আগে অধিনায়ক রিজওয়ান সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্দুতে কথা বলেন। এ সময় ইংরেজি না জানার বিষয়ে তিনি বলেন, ‘(ট্রল) আমি কিছু মনে করি না। বরং আমি গর্বিত, যা বলি সেটা মন থেকে বলি (উর্দুতে)। আমি দুঃখিত, আমার পড়াশোনা শেষ করতে পারিনি, এ জন্যই ইংরেজি জানি না। কিন্তু আমি ১ শতাংশও লজ্জিত নই—পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজিতে কথা বলতে পারি না।’
রিজওয়ানের কাছে বিদেশি ভাষা নয়, অগ্রাধিকার হলো মাঠে ভালো খেলা। পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি ভাষা নয়। যদি তারা ইংরেজি চাইত, তাহলে আমি ফিরে গিয়ে প্রফেসর হতাম। কিন্তু পাকিস্তানের চাহিদা ক্রিকেট, ইংরেজি নয়।’
পাকিস্তানের দুর্বল পারফরম্যান্স নিয়েও রিজওয়ান স্পষ্ট কথা বলেছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ড সফরে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এই পারফরম্যান্সের ফলে সাবেক খেলোয়াড়সহ পুরো দলই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কিন্তু রিজওয়ান ইতিবাচক মনোভাব বজায় রেখে বলেন, শুধু সমালোচনাই নয়, দলের উন্নতির উপায় নিয়েও পরামর্শ দেওয়া উচিত। তিনি বলেন, ‘সমালোচনা করাই যায়, তবে আমাদের গাইডও করুন, কীভাবে ভালো করতে পারি। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিম আকরাম কিছু উপদেশ দিয়েছিলেন। আমি আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি।’