ক্রীড়া ডেস্ক
সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজটা বাবর আজমের কাছে অম্লমধুর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ফিফটি করে আইসিসির র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাস ধরে অনিয়মিত সাকিব আল হাসান এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন বাবর। পাকিস্তানি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৭৬৩। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন বাবর। ৩১.২৫ গড় ও ১৩৮.৮৮ স্ট্রাইকরেটে করেছেন ১২৫ রান। যেখানে ২৭ এপ্রিল পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৪ বলে করেছেন ৬৯ রান। ৬টি চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে এখনো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮৪।
বাবরের সতীর্থরাও সুখবর পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পর। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের রেটিং পয়েন্ট ৬২৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭.৩৮ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি। সমান ৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১৪ নম্বরে আফগানিস্তানের ফজলহক ফারুকি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে করেছেন ১০৪ রান।