Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইসিসিতে নিজের সেই চেয়ার ধরে রেখেছেন সৌরভ গাঙ্গুলী

ক্রীড়া ডেস্ক    

আইসিসিতে নিজের সেই চেয়ার ধরে রেখেছেন সৌরভ গাঙ্গুলী
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান আবারও সৌরভ গাঙ্গুলী। ছবি: ফাইল ছবি

আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।

আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।

২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিলেন শান্ত, মিরাজও শেষ