Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভারতের রানপাহাড় গড়ার দিনে ‘ছদ্মবেশী’ সূর্যর হতাশা 

ক্রীড়া ডেস্ক

ভারতের রানপাহাড় গড়ার দিনে ‘ছদ্মবেশী’ সূর্যর হতাশা 

ভক্ত-সমর্থকদের থেকে বাঁচার জন্য খেলোয়াড়েরা নানা রকম ছদ্মবেশ ধারণ করে থাকেন। ২০২৩ বিশ্বকাপে সূর্যকুমার যাদবও ছদ্মবেশ ধারণ করেছেন। আর ছদ্মবেশে থেকে ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার যা করেছেন, তা রীতিমতো অবাক করার মতো। মাঠের পারফরম্যান্সে অবশ্য অবাক করার মতো কিছু করতে পারেননি তিনি। 

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। তার আগে গতকাল নিজের শহর মুম্বাইয়ে মাস্ক, সানগ্লাস, টুপি পরে ভারতের টিম হোটেলে সতীর্থদের সঙ্গে মজা করেছেন সূর্যকুমার। এরপর ক্যামেরা হাতে বের হয়ে ছদ্মবেশে ভক্ত-সমর্থকদের সাক্ষাৎকার নিতে বেরিয়ে পড়েন ভারতীয় এই ব্যাটার। মেরিন ড্রাইভে এক ভদ্রলোককে সূর্যকুমার জিজ্ঞেস করেছেন, ‘স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর কার খেলা আপনার পছন্দ?’ সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন রোহিত শর্মা বলে। এ ছাড়া ভক্ত-সমর্থকেরা প্রিয় ক্রিকেটারের নাম বলতে গিয়ে কেউ বিরাট কোহলির নাম বলেছেন। আবার কেউবা জসপ্রীত বুমরার নাম উল্লেখ করেছেন। এর মধ্যে এক ভক্ত বলেন, ‘সূর্যর খেলার উন্নতি করা উচিত। তাঁকে আরও বেশি রান করতে হবে।’ তবে ভক্তের সেই কথামতো খেলতে পারেননি সূর্যকুমার। ৪২তম ওভারের দ্বিতীয় বলে দিলশান মাদুশঙ্ককে পুল করতে যান ভারতীয় এই ব্যাটার। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরলেও উইকেটটা নিতে হয়েছে রিভিউর সাহায্যে। ৯ বলে ২ চারে ১২ রান করেছেন ভারতীয় এই ব্যাটার। আর ভারত করেছে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান। 

দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেছেন সূর্যকুমার। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৪ বলে ২ রান করেছেন। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েছিলেন সূর্য। এরপর লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৪৯ রান করেছেন। ৩ ম্যাচ খেলে ২১ গড় ও ১০৫ স্ট্রাইকরেটে ওয়ানডে বিশ্বকাপে করেছেন ৬৩ রান।

ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি, বিতর্কে নতুন মোড় দিলেন কামিন্স

বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ইংল্যান্ডকে আবারও চমকে দিতে চায় আফগানিস্তান

বাংলাদেশকে হারাতে সেই চোটের ‘নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবাদিন

‘পাকিস্তান ক্রিকেট মরে গেছে’

পাকিস্তানের বাজে আবহাওয়াই হতে দিচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে আবারও নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে কী বললেন পাকিস্তানি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, সেমির পথে এগিয়ে যাবে কে আজ