Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এই তাহলে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণ 

এই তাহলে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণ 

মাঠে কিংবা মাঠের বাইরে কোথাও স্বাচ্ছন্দ্যে নেই পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই বাদ পড়ার পর সমালোচনার তিরে ক্রমাগত বিদ্ধ হচ্ছেন তাঁরা। একটু ছুতো পেলেই বাবর আজম, হারিস রউফদের ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সমর্থকেরা। 

এই যেমন এখন বাবরদের সমালোচনা হচ্ছে বিশ্বকাপের দেশে পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সফরে পাকিস্তান দলের কিছু ক্রিকেটার পরিবারকে সঙ্গে নিয়ে যায়। এতে ক্রিকেটারদের মনোযোগে ব্যাঘাত ঘটেছে বলে সমালোচনা করা হচ্ছে ক্রিকেটারদের। পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দলের ৩৪ জন ক্রিকেটার-কর্মী ছাড়াও ক্রিকেটারদের পরিবারের ২৬-২৮ জন সদস্যের অবস্থান ছিল টিম হোটেলেই। দলের ক্রিকেটাররা যে হোটেলে থাকতেন, সেখানে ৬০টি রুম ভাড়া করা হয়। ফলে হোটেলে বাইরের লোকদেরও যাতায়াত ছিল। ক্রিকেটাররা পরিবার নিয়ে নৈশভোজে কিংবা বাইরে ঘুরতে যাওয়াটাকে রীতিমতো নিয়ম বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে। 

পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য, বাবর আজম, হারিস রউফ, শাদাব খান, ফখর জামানের ও মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা সফরে পরিবারকে সঙ্গে নিয়ে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন জমায়েতের সম্মতি দেওয়া উচিত নয় বলে মনে করেন অনেকেই। এই ‘অনেকের’ মধ্যে আছেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার আতিকুজ্জামান, ‘বিশ্বকাপে ক্রিকেটারদের খেলায় মনোযোগ রাখতে পরিবারদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত নয়। ক্রিকেটারদের সঙ্গে যখন পরিবার থাকে, তখন ক্রিকেট থেকে তাদের সময় এবং মনোযোগ সরে যায়।’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত