হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটার কেন ড্রেসিংরুমে অঝোরে কাঁদলেন

ক্রীড়া ডেস্ক    

কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফিরছেন ফখর জামান। ড্রেসিংরুমেও অঝোরে কেঁদেছেন তিনি। ছবি: পিসিবি

এমন দুঃসময় যে আসবে, ফখর জামান কি সেটা ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন? আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার শুরুতে পাকিস্তান যেমন হোঁচট খেয়েছে, তেমনি ফখরও পেলেন দুঃসংবাদ। বাজে খবরের পর পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার ধরে রাখতে পারেননি চোখের জলও।

পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ ফখর পেয়েছিলেন গতকাল। তাঁর টুর্নামেন্ট শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, চোখের জল মুছতে মুছতে ড্রেসিংরুমে ফিরছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। ড্রেসিংরুমে যাওয়ার পর অঝোরে কাঁদতে শুরু করলেন তিনি। ফখরকে সান্ত্বনা দিচ্ছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। পিসিবি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ফখরের ছিটকে যাওয়ার পর করাচিতে হৃদয়বিদারক দৃশ্য।’

পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। ২০২৩ সালের ২৭ অক্টোবর সবশেষ ওয়ানডে খেলেছেন ইমাম। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ