হোম > খেলা > ক্রিকেট

স্ত্রী-সন্তানের সামনেই খুন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার

দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ধাম্মিকা নিরোশানা। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। ধাম্মিকা শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। আজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। 

গল জেলার উপকূলীয় শহর আম্বালাঙ্গোদায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন ধাম্মিকা। নিজ বাড়ির বাইরে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হোন তিনি। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

ধাম্মিকা প্রতিশ্রুতিশীল ক্রিকেটার ছিলেন। মূলত পেসার হলেও প্রয়োজনের সময় ব্যাটটাও করতে পারতেন তিনি। অবশ্য কখনো শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ হয়নি তাঁর। ২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। 

২০০০ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ খেলার সুযোগ পান ধাম্মিকা। ২০০২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য এই বয়সভিত্তিক দলের নেতৃত্বও পান তিনি। সে সময় খেলেছেন পরবর্তীতে লঙ্কান ক্রিকেটের তারকা হয়ে ওঠা অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা ও পারভেজ মাহরুফের সঙ্গে। অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ধাম্মিকা। প্রথমে ছিলেন চিলাও ম্যারিয়ানস সিসিতে। পরে যোগ দেন গল সিসিতে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ