হোম > খেলা > ক্রিকেট

সাইমন্ডস স্টেডিয়ামে ম্যাক্সওয়েল ঝড়

গত ১৪ মে টাউন্সভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে অ্যান্ড্রু সাইমন্ডস। মাত্র ৪৬ বছর বয়সে কিংবদন্তি অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের মৃত্যুর খবরে পুরো ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ক্রিকেটে অবদানের জন্য টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়াম আগেই সাইমন্ডসের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তা কার্যকর হলো অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাইমন্ডসকে শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয়েছে ‘অ্যান্ড্রু সাইমন্ডস স্টেডিয়াম’। 

আর এই স্টেডিয়ামে ঝড় বইয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। টাউন্সভিলেতে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল অ্যান্ড্রু সাইমন্ডসময়। মে মাসে গাড়ি দুর্ঘটনায় নিহত এই ক্রিকেটারকে ঘিরেই আয়োজন করা হয়েছিল ম্যাচটি। যেখানে শ্রদ্ধা জানানোর কেন্দ্রে রাখা হয়েছিল সাইমন্ডসের সন্তান বিলি এবং ক্লোয়েকে। এ ছাড়া মাঠের বাইরে যেখানেই চোখ যাচ্ছিল সেখানেই দেখা গেছে ‘রয়-৩৮৮ ’। রয় সাইমন্ডসের ডাক নাম আর ৩৮৮ হচ্ছে তাঁর টেস্ট ক্যাপ নম্বর। এই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। 

ম্যাচপূর্ব স্মরণ আয়োজনে অ্যারন ফিঞ্চ এবং স্টিভেন স্মিথের পাশেই দাঁড়ান বিলি ও ক্লোয়ে। এরপর সাইন্ডমস স্মরণের পালন করা হয় ১ মিনিটের নীরবতা। পরে তারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে পানি বহনের কাজও করেছেন। 
বিরতির সময় সাইমন্ডসের পরিবারের সদস্য লাউরা ভিদমার, বোন লুসি এবং মা বারবারাসহ অন্যরা তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ, ব্যাট, হ্যাট, মাছ ধরার ছিপ, কাঁকড়ার ঝুড়ি নিয়ে মাঠে আসেন। তাঁদের সাইমন্ডসের পোষা দুই কুকুরও সঙ্গে ছিল। 

অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েসলি মাধহেভেরের ফিফটির সুবাদে ৪৭.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৩৩.৩ ওভারে ৫ উইকেটে ২০১ রান করে তারা। ৯ বলে ৩ ছয় ও ৩ চারে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ